‘ভোটার কার্ড না থাকলে ভোট বারণ,’ প্রিসাইডিং অফিসার ফেরালেন মীনা দেবীকে

রাজেন রায়, কলকাতা, ২৯ এপ্রিল: এরকম বিরল অভিজ্ঞতা কোনও প্রার্থীর হয়েছে কিনা জানা নেই। তবে এই অভিজ্ঞতা হল জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতের। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা এবং রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে তিনি। কিন্তু ভোটার কার্ড না থাকায় তাঁকে ভোট দিতে দিলেন না প্রিসাইডিং অফিসার। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। বাড়ি থেকে ভোটার কার্ড আনিয়ে তারপর ভোট দিতে দেওয়া হয় বলে অভিযোগ।

মীনাদেবী পুরোহিত জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী। তাঁর কাছে নির্বাচন কমিশনের পরিচয়পত্র রয়েছে। তারপরও তাঁকে বলা হয়, ‘বৈধ কাগজপত্র’ না দেখাতে পারলে ভোট দিতে পারবেন না। ভোটার কার্ড দেখতে চান প্রিসাইডিং অফিসার। প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর বাড়ি থেকে ভোটার কার্ড আনিয়ে ভোট দেন তিনি।

ক্ষুব্ধ মীনাদেবীর অভিযোগ, নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখালেও ভোট দিতে দেননি প্রিসাইডিং অফিসার। এরকম কেন হবে সে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। যদিও প্রিসাইডিং অফিসারের বক্তব্য নির্বাচন কমিশনের স্বীকৃত সাতটি পরিচয় পত্রের মধ্যে কোনটাই ছিল না প্রার্থীর। তাই নিয়ম অনুযায়ী তাকে প্রথমে ভোট দিতে দেওয়া হয়নি। পরে সঠিক পরিচয় পত্র আনার পরে তাকে ভোট দিতে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *