ট্রেন দুর্ঘটনায় উদ্ধার তৎপরতার নিয়ে আশ্বাস প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ২ জুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর রাতেই উদ্ধার তৎপরতার ব্যাপারে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে তিনি লিখেছেন, “ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা বলেছি। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”

রাতে ঘটনায় দুঃখ প্রকাশ করে উদ্ধারকাজে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুভাষবাবু টুইটারে ১২ টি স্টেশনে হেল্পলাইনের নম্বর জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here