অস্ত্রধারী হোক কিংবা তাত্ত্বিক, সব নকশালদের পরাজিত করার ডাক প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ২৮ অক্টোবর: হাতে অস্ত্র থাকা মাওবাদী হোক কিংবা তাত্ত্বিক মাওবাদী নেতা। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় হারাতে হবে সব ধরনের নকশালদের। হরিয়ানার সুরজ কুন্ডে স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেছেন দেশের প্রধানমন্ত্রী।

ভার্চুয়ালি বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন, “গত কয়েক বছরে প্রতিটি রাজ্য সরকার দায়িত্বপূর্ণভাবে সন্ত্রাসের জাল ছিন্ন করেছে। এই উল্লেখযোগ্য কাজ ধরে রাখতে আমাদের শক্তির সমন্বয় প্রয়োজন। অস্ত্র ধরা মাওবাদীদের পাশাপাশি পেন ধরে থাকা মাওবাদী, সমস্ত ধরনের মাওবাদী বা নকশালদের আমাদের হারাতে হবে।”

প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন ভুয়ো খবরের প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, একটি ভুয়ো খবর গোটা দেশকে তোলপাড় করে দিতে পারে। তাই কোনো কিছু অন্য কাউকে পাঠানোর আগে কি করা উচিত তা আমাদের মানুষকে শেখাতে হবে। কোনো কিছুকে বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করতে শেখাতে হবে। তাঁর কথায়, “ফাইভ জি পরিষেবা চলে এসেছে। ফলে অপরাধ অন্য উচ্চতায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে অপরাধ রুখতে তদন্তকারী সংস্থাগুলিকে অপরাধীদের মস্তিষ্কের তুলনায় দশ পা এগিয়ে থাকতে হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ইউপিএ আমলেও মাওবাদকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বিপদ বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী মোদীর মুখেও এবার একই কথা শোনা গেল। বরং আরও এক পা এগিয়ে তিনি নাম না করে আরবান নকশালদের রাজনৈতিক ভাবে পরাজিত করার ডাক দিলেন। নকশালদের মোকাবিলায় রাজ্যের সাথে সমন্বয়ের উপর অতিরিক্ত জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বদলে যাওয়া দুনিয়ার আইন শৃঙ্খলাকে রাজ্যের গন্ডিতে আর বেঁধে রাখলে চলবে না।

মোদীর বক্তব্যের তাৎপর্যপূর্ণ বিষয় এটাই, এতদিন মাওবাদীদের নিরাপত্তা বাহিনী দিয়ে মোকাবিলার কথা শোনা যেত। কিন্তু এবার তাত্ত্বিক নেতৃত্বের মোকাবিলা করার কথা নিজেই বললেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *