১০ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২ জানুয়ারি: পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ১০ জানুয়ারি শহরে এসে রাজভবনেই থাকবেন মোদি। সেখান থেকে ১১ জানুয়ারি, পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। অনুষ্ঠান শেষে ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাবেন তিনি।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর আসার খবর পেয়ে ওই দিন পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীকে নিয়ে দলীয় কর্মসূচি আয়োজনের চেষ্টা করছে রাজ্য বিজেপি। পশ্চিমবঙ্গে এনআরসি ও সিএএ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর একটি জনসভার আয়োজনের চেষ্টা করা হচ্ছে। রাজ্য নেতৃত্ব চাইছে মালদার কালিয়াচক বা হরিশ্চন্দ্রপরে প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করাতে। এর জন্য প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করছে বাংলার বিজেপি নেতৃত্ব। তবে এ বিষয়ে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here