পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল বন্দি

আমাদের ভারত, হুগলী, ১৬ ফেব্রুয়ারি: পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল বন্দি। হুগলীর চন্ডীতলার ঘটনা। চন্ডীতলার মামুদপুরের বাসিন্দা শেখ ইজরাইলকে কয়েকদিন আগে চুরির অভিযোগে গ্রেফতার করেছিলো হরিপাল থানা। চন্দননগর আদালত হয়ে চন্দননগর সংশোধনাগারে রাখা হয় তাকে। চন্ডীতলা থানা একটি চুরির ঘটনায় তাকে হেফাজতে চায়। পাঁচদিনের হেফাজতে পেয়ে গত ১৩ ফেব্রুয়ারি চন্ডীতলা থানায় নিয়ে আসা হয় অভিযুক্তকে।আজ তাঁর শারীরিক পরীক্ষা করাতে চন্ডীতলা ব্লক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে পুলিশের হাতকড়া ছাড়িয়ে হাসপাতালের পিছনের জঙ্গল দিয়ে পালিয়ে যায় সে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here