“পাবলিক এবার আপনাদের আটকাবে,” হুঁশিয়ারি দিলীপের

আমাদের ভারত, ২ জুন: “হাতে পুলিশ আছে। বাড়ির সামনে লাগিয়ে দিন। আমাকেও এভাবে আটকানো হয়েছে বহুবার। পাবলিক এবার আপনাদের আটকাবে।”

শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘বাড়ি থেকে বেরতে দেবো না’ বলে সভায় হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় দিলীপবাবু সাংবাদিকদের এ কথা বলেন।

“নন্দীগ্রাম গদ্দারদের মাটি নয়”, সভায় অভিষেকের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “জানি তো আমরা। কারা গদ্দার? কারা মির্জাফর? কারা বাইরে থেকে লোক এনে ওখানে মারপিট করিয়েছিল? উনি তো তখন ওখানেই ছিলেন। দোষ দেবেন কাকে? গদ্দারি আপনাদের রক্তে। সারাজীবন কংগ্রেস থেকে সব পেয়ে কংগ্রেসকে লাথি মেরেছেন। বাংলার লোক সেকথা ভোলেনি।”

রাজ্য নির্বাচন কমিশনারের নাম রাজ্যপালকে পাঠাতে রাজ্যের গড়িমসি প্রসঙ্গে দিলীপবাবু এ দিন বলেন, “কোনও সিস্টেম মানেন না। গা জোয়ারি করেন। এই অভ্যাস পাল্টাতে হবে। এর বিরুদ্ধে গেলেই রাজ্যপাল হয়ে যাবেন বিজেপির লোক?”

ইডি হেফাজতে আধা অনশনে কাকু প্রসঙ্গে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “এতো পয়সা খেয়েছেন। আবার কি খাবেন? সব নেতার এক অবস্থা। ভিতরে গেলেই খাওয়া দাওয়া ছেড়ে দেন। খিদে পাবে তবে তো খাবেন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here