ব্যবসায়িক বিবাদের জেরে ওড়িশার যুবকের মর্মান্তিক পরিণতির কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ২৯ জানুয়ারি: মূল অভিযুক্তকে গ্রেফতার করে ওড়িশার যুবক খুনের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ। গত ৮ ডিসেম্বর টামনা থানার অন্তর্গত শুকলাড়া গ্রামের কাছে ধানের পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিচয় জানতে মৃত ব্যক্তির ছবি দিয়ে বিভিন্ন জায়গায় পরিচয় জানার চেষ্টা করে পুলিশ।

জানা যায়, মৃত ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তদন্তে ওই যুবকের পরিচয় জানতে পারে পুলিশ। তার নাম সুরজ সিনহা (২৯)। বাড়ি ওড়িশার কেওনঝড় জেলার জোড়া থানা এলাকায়। প্রাথমিক তদন্তের পর ৮ জানুয়ারি ওড়িশার জোড়া থানা এলাকারই তিন যুবককে খুনের অভিযোগে গ্রেফতার করে পুরুলিয়ায় আনে পুলিশ। ধৃতদের নাম শঙ্কর মুন্ডা, সুধাংশু শেখর মহান্ত ও দুস্মন্ত কুমার মহাপাত্র। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর ২১ জানুয়ারি খুনের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার হয়। ধৃত ব্যক্তির নাম সঞ্জয় গুপ্তা। তার বাড়ি ওড়িশার কেওনঝড় জেলার জোড়া থানা এলাকায়। তদন্তে পুলিশ জানতে পারে কাওয়াড়ি খানার ব্যবসা নিয়ে সুরজ সিনহাকে খুন করা হয়। খুন করে টামনা থানা এলাকায় ফেলে পালিয়ে যায়। যদিও তাদের ঝাড়খণ্ডের বোকারোতে যাওয়ার উদ্দেশ্য ছিল। কিন্তু পুরুলিয়া জেলার এই অচেনা জায়গায় খুন করে ফেলে যায় দুষ্কৃতীরা। মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করে পুলিশ। উদ্ধার হয় মৃতের স্কুটিটি ও অন্যান্য কিছু জিনিস।

জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি আজ তাঁর অফিসে সংবাদ মাধ্যমকে জানান, “কঠিন ও অন্ধকারে থাকা ঘটনার তদন্তে সাফল্য মিলল। খুনের কারণ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় গুপ্তার সঙ্গে নিহত সুরজের ব্যবসায়িক বিতর্ক বিবাদ ছিল। সেই থেকেই আক্রোশ জন্মে ধৃত সঞ্জয়ের এবং পরিকল্পিতভাবে সুরজকে হত্যা করে সে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *