উৎসবের মরসুমে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু নিয়ে ট্যুইট রেলমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ১৬ নভেম্বর: টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর ধাক্কা খেয়েছে উত্তর শহরতলির যান চলাচল। তবে করোনার জেরে শহরের বিভিন্ন প্রান্তে মেট্রো রেলের প্রকল্পগুলিগুলিতে গতি এসেছে। এমনকী নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশের কাজও পুরোপুরি শেষ। কিন্তু কবে থেকে চলবে এই রুটে মেট্রো? প্রশ্ন উঠছে। এরই মাঝে দিওয়ালির দিন রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানান, খুব শীঘ্রই এই রুটে মেট্রো চালু হবে।

এদিন রেলমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে পুরোদমে। সেই কাজ শেষ হলেই অনেক দ্রুত, কম সময়ে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পৌঁছে যেতে পারবেন দর্শনার্থীরা। রাস্তায় যানজটের চাপও কমবে, পরিবহণও আরও মসৃণ হবে। যদিও কবে থেকে চলবে এই রুটে মেট্রো, তা স্পষ্ট করেননি রেলমন্ত্রী।

করোনার কারণে লকডাউনের পরিস্থিতি তৈরি না হলে এই বছরের মাঝামাঝি সময়েই হয়ত নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশে মেট্রো চালু হয়ে যেত। কিন্তু করোনা ও লকডাউনের জন্য প্রবলভাবে কাজ ধাক্কা খায়। পিলার ও গার্ডার বসানোর মতো ভারী কাজ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। আনলক পর্যায়ে চলেছে স্টেশন তৈরির কাজ। সিগন্যালিং তৈরির কাজও চলছে। যদিও ১৫ নভেম্বর থেকেই মহড়া হওয়ার কথা ছিল। তা অবশ্য হল না। এটাও শোনা গিয়েছে কল্পতরু উৎসব এর আগেই এই রুটে মেট্রো চলাচল চালু করতে চায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো ও রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) যৌথ উদ্যোগে এই কাজ চলছে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) কাছে দরখাস্ত পাঠানো হয়েছে ৪ কিলোমিটার দীর্ঘ লাইন পরিদর্শনের জন্য। দুর্ঘটনা আটকাতে বিশেষ সফটওয়্যার ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম (টিপিডব্লিউএস) আনা হয়েছে জার্মানি থেকে। তবে খুব শীঘ্রই সমস্ত বাধা কাটিয়ে এই রুটে মেট্রো চলাচল চালু হবে বলে আশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *