২৮ দিন নয় রিচার্জ প্ল্যান হতে হবে ৩০ দিনের, টেলিকম সংস্থাগুলিকে কড়া নির্দেশ ট্রাইয়ের

আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: সমস্ত টেলিকম সংস্থাকে নয়া নির্দেশ দিল ট্রাই। জানিয়ে দেওয়া হল রিচার্জের মেয়াদ ২৮ দিন নয় হতে হবে ৩০ দিনের। রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ইত্যাদি টেলিকম সংস্থাগুলিকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ট্রাইয়ের তরফে প্ল্যান পাল্টানোর জন্য সাতদিন সময় দেওয়া হচ্ছে সংস্থাগুলিকে। এতদিন ন্যূনতম প্ল্যান বা বিশেষ অফার সবই থাকত ২৮ দিনের। যা নিয়ে গ্রাহকদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। তাদের অভিযোগ ছিল এর ফলে বছরে ১২টির জায়গায় ১৩টি রিচার্জ করতে হয়।

অবশেষে এই অভিযোগ শুনে পদক্ষেপ করল ট্রাই। এর আগে জানুয়ারিতেই এমন এক নির্দেশ দিয়েছিল ট্রাই। জানিয়ে দেওয়া হয়েছিল প্রিপেড প্ল্যান ৩০ দিনের রাখাটা বাধ্যতামূলক। এরপরেও টেলিকম সংস্থাগুলি ২৮ দিনের প্ল্যান কার্যকর রেখেছিল। অবশেষে সেই প্ল্যান বন্ধ করতে নির্দেশ দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *