
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জানুয়ারি: শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে এক পুষ্প প্রদর্শনীর মেলার আয়োজন করা হয়েছে। ২৬ শে জানুয়ারি থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯শে জানুয়ারি পর্যন্ত। এই চার দিন মঞ্চে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী থেকে শুরু করে এক ঝাঁক তারকা।
কাল ছিল তার দ্বিতীয় দিন, মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বাবুল সুপ্রিয়র গান শুনতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের কারণে বসার চেয়ার নিয়ে শুরু হয় টানাটানি, তখনই কোনো একজন ব্যক্তি লাল চেয়ারকে উঁচুতে তুলে ধরলে তা নজরে আসে বাবুল সুপ্রিয়র, তখনই মঞ্চ থেকে বাবুল সুপ্রিয় এই চেয়ারকে নিয়ে কটাক্ষ করে বলেন, “লাল চেয়ার আর ফিরে আসবে না”। এছাড়াও বিরোধীদেরও এক হাত নেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “তখন ১২টি দিয়েছি এখন ২৪ টি দেবো।”
এ বিষয়ে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সৌমেন মাহাতো বলেন, লালকে দেখে ভয় পাচ্ছে শাসক দল।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপিতে যখন ছিল তখন দুর্নীতিতে জড়িয়ে গিয়েছিল, তাই তৃণমূলে নাম লিখিয়েছে। বিজেপিতে ভোট হয় মোদিজীকে দেখে, বাবুলকে দেখে নয়।