২৪৫ কোটি টাকা ব্যায়ে শুরু হতে চলেছে কংসাবতী নদীর উপর নির্মিত মেদিনীপুর ও খড়্গপুরের সঙ্গে সংযোগকারী সেতু মেরামতির কাজ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: ২৪৫ কোটি টাকা ব্যায়ে শুরু হতে চলেছে মেদিনীপুর এবং খড়্গপুর সঙ্গে সংযোগকারী কংসাবতী নদীর উপর নির্মিত ব্রিজটি। যে ব্রিজটি ১৯৬২ সালে সার্ভে করার পর ১৯৭২ সালে নির্মাণ করা হয়। দীর্ঘদিনের পুরনো এই ব্রিজ বর্তমানে খুবই বিপদজনক এবং বেহাল অবস্থায় রয়েছে। তার ওপর দিয়ে প্রতিদিন চলেছে ছোট বড় বিভিন্ন যানবাহন সহ পথ চলতি মানুষ। বর্তমানে তার অবস্থা এতটাই বিপদজনক যে ব্রিজটিতে ১০ টনের বেশি ভারি যানবাহন চলা নিষিদ্ধ করা হয়েছে। তড়িঘড়ি ব্রিজটি মেরামতির জন্য উদ্যোগ গ্রহণ করল প্রশাসন।

আজ পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও তাদের ইঞ্জিনিয়ার এবং খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দিনেন রায়, জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয় পঞ্চায়েত প্রশাসন ও এলাকাবাসীদের নিয়ে একটি বিশেষ আলোচনার আয়োজন করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here