বাসে ফের মাস্ক পরার আবেদন বেসরকারি বাস মালিকদের সংগঠনের

আমাদের ভারত, কলকাতা, ২৯ এপ্রিল: করোনা-র সতর্কতায় যাত্রীদের বাসে ফের মাস্ক পরার আবেদন করল বেসরকারি বাস মালিকদের সংগঠন।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিণ্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জী শনিবার এক বিবৃতিতে জানান, “আবার কলকাতা সহ রাজ্যে কিছুটা বেড়েছে। এতে আতঙ্ক না ছড়িয়ে বেশি করে সচেতনতা ছড়াতে হবে। মানুষ যাতে মাস্ক ব্যবহার করে, জনবহুল এলাকায় বেশি না যায়, তার প্রচার দরকার। পরিবহন মালিকরা তাঁদের শ্রমিকদের যেন বলেন, বাসে অবশ্যই মাস্ক ব্যবহার করতে।”

তপনবাবুর মতে, “গণপরিবহন থেকে বেশি করে সংক্রমণ ছড়ায়। কারণ একাধিক ধরনের মানুষ গাড়িতে ওঠেন। বেশীরভাগ মানুষ মাস্ক ব্যবহার করেন না। শ্রমিক ও যাত্রীদের মধ্যে দুরত্ব খুব কমই থাকে। সেই কারণেই উভয়ের মাস্ক পরতে হবে।”

বাসমালিকদের উদ্দেশে তিনি আবেদন করেছেন, “আগামী ১ মে শ্রমিক দিবস। ওই দিন প্রতিটি বাসস্ট্যান্ডে শ্রমিকদের মধ্যে মাস্ক পরে কাজ করার জন্য সচেতনতা শিবির করার ব্যবস্থা করবেন। শ্রমিক সংগঠনকেও অনুরোধ করছি তারা যেন শ্রমিকদের এই বিষয়ে সচেতন করেন। ২০২০-র কথা মনে করে এই সচেতনতা প্রয়োজন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here