ডিসেম্বরের পর থেকে উল্টো মার শুরু হবে, রায়গঞ্জে বললেন দিলীপ ঘোষ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: এই রাজ্যের পুলিশ নপুংশক হয়ে আছে, রাজ্যে যে খুন খারাপি চলছে তার একটা সীমা আছে। আমি বলে দিচ্ছি এই ডিসেম্বরের পর থেকে উল্টো মার শুরু হবে।” রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় বিজেপির চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উত্তর দিনাজপুর জেলায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজই রায়গঞ্জে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালে দলের চায়ে পে চর্চা অনুষ্ঠানে বিজেপি নেতা সায়ন্তন বসু, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বাংলার দুর্ভাগ্য, আজকে বাংলার মুখ এখন ভাইপো, দিদি আর একজন খ্যাপাটে আইনজীবী। এই লোকগুলি বাংলাকেও ডুবিয়েছে তৃণমূলকেও ডোবাবে। এরা আইন জানেন না, সংবিধান জানেন না। এরা গভর্নরের বিরুদ্ধে কেস করার কথা বলে, এরা জানে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর আই এ এস, আই পি এস দের যেকোনও সময় ডাকতে পারে। কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডি এম ও এসপিরা যান না। তিনি বলেন সবে তো ডাক এসেছে এরপর কি হয় দেখুন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জি সম্পর্কে বলেন, “কল্যান ব্যানার্জি! কে এই হরিদাস পাল? এখানকার একজন এম পি। তাঁর এব্যাপারে বলার কি অধিকার আছে? সামনের বার কল্যাণ ব্যানার্জিকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেব আমরা। তাঁর পাঠানো চিঠি দিল্লিতে ডাস্টবিনে ফেলে রাখা আছে।”

হালিশহরে বিজেপি কর্মী খুনের ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল দলটা পুরোটাই দুষ্কৃতিদের দল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here