শিলা বৃষ্টিতে পুরুলিয়ায় রাস্তা হয়ে উঠল ডোবা

সাথী দাস, পুরুলিয়া, ১৮ মার্চ: পুরুলিয়াতে হল শিলা বৃষ্টি, সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া। প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাহত হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির কারণে পুরুলিয়া শহরের বেশ কয়েক জায়গায় জল দাঁড়িয়ে পড়ে। পুরুলিয়া শহরে ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডে ৬০ এ জাতীয় সড়কে বিশাল এলাকায় জল জমে যায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের রাস্তার সংযুক্ত নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় একটু বৃষ্টিতেই জল জমে যায়। এই অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ব্যস্ততম ওই রাস্তায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

এদিকে গতকাল থেকেই পুরুলিয়ার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গতকাল থেকেই মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে জেলায়। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল। জেলার কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলেছে। তবে এদিন বিকেলে হঠাৎই শিলা বৃষ্টি হয়। এর জেরে আবহাওয়ার পরিবর্তন হয়ে ওঠে এবং এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে শীতের আমেজ দেখা গিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here