
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ মার্চ:
করোনা ভাইরাস নিয়ে রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে তা যথাযথ, রবিবার নদিয়ার ফুলিয়ায় বিজেপির এক কর্মী সভায় এসে বললেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি বলেন, পৌরসভার নির্বাচন হবে কি হবে না তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন। তবে করোনা ভাইরাসের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার নির্দেশিকায় সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখতে বলেছেন, সমস্ত রকম জমায়েত বন্ধ রাখতে বলেছেন।
আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও করোনা ভাইরাস প্রসঙ্গে সদর্থক ভূমিকা নিয়েছেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ শান্তিনিকেতনকেও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। কেন্দ্র সরকার করোনাকে ধ্বংসাত্মক আখ্যা দিয়েছে। বিজেপি একটি দায়িত্বশীল দল, তাই আমরাও আমাদের দায়িত্ব পালন করবো।