বাংলাদেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল আরএসএস

আমাদের ভারত, কলকাতা, ১৭ অক্টোবর: বাংলাদেশে দুর্গাপুজোয় ভাঙ্গচুর এবং হিন্দুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানাল আরএসএস। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভারত সরকারের কাছে হিন্দুদের প্রাণ এবং সম্পত্তি রক্ষার আবেদন করা হয়েছে।

আরএসএস এর পক্ষে ক্ষেত্র সংঘ চালক(পূর্বক্ষেত্র) অজয় কুমার নন্দী এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের কুমিল্লাসহ বহু জায়গায় দুর্গাপূজা মণ্ডপ ভাঙ্গচুর করা হয়েছে। হিন্দু দের সম্পত্তি লুটপাট করে তাদের হত্যা এবং অত্যাচার করা হচ্ছে। এ ব্যাপারে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন। এই হিংসাত্মক ঘটনাকে জিহাদিদের কার্যকলাপ বর্ণনা করে তিনি বলেছেন, এই হিংসাত্মক ঘটনা ভারত ও বাংলাদেশের পারস্পরিক সৌহার্দ্য, অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের উপর জিহাদিদের কুঠারাঘাত। ভারত সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ও মানবাধিকার প্রশ্নে সেই দেশের হিন্দুদের প্রাণরক্ষা, সম্মানজনক ভাবে বাঁচার অধিকার, স্থাবর ও অস্থাবর সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করা হোক। এছাড়া বাংলা সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তাঁর আবেদন, “প্রবুদ্ধ ভাই বোনের কাছে আমার অনুরোধ সাংবিধানিক উপায়ে এই ঘটনার সর্বাত্মক প্রতিবাদ করুন এবং ভারত সরকারকে হিন্দু সমাজের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *