“বস্তা বন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে,” থানায় অভিযোগ জানালেন শওকত মোল্লা

আমাদের ভারত, ১৮ মার্চ: শুক্রবার রাতে গিয়ে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা। তিনি অভিযোগ জানিয়েছেন, তাকে বস্তা বন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিনি তিনজনের নামে অভিযোগ দায়ের করেছেন। এই তিনজনের বাড়ি কাশিপুরেই।

জেলে থেকে ছাড়া পেয়ে ১১ই মার্চ ভাঙড়ে ফিরে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় আইএসএফের কিছু কর্মী সমর্থক তার বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। পাশাপাশি তাকে বস্তা বন্দি করে ভাঙড়ের খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আইএসএফের কর্মীরা তাকে খুন করার চক্রান্ত করেছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে শওকত মোল্লা জানান, “আমাকে খুনের হুমকি দেওয়ার জন্য কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আইএসএফ কর্মীরা খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকদিন আগে ভাঙড়ে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সময় সোশ্যাল মিডিয়ায়তে কিছু আইএসএফ কর্মী বস্তা বন্দি করে শওকত মোল্লাকে খালে ফেলে দেওয়া হবে বলতে থাকেন। এরপরেই আইএসএফ কর্মীদের বক্তব্যের জন্য কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here