একদিনের বৃষ্টিতে জলে ডুবলো স্কুল চত্বর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুলাই:
গতকাল রাতের বৃষ্টিতে মেদিনীপুর শহরের কর্নেলগোলার নারায়ণ বিদ্যাভবন (বালক) চত্বর  জলে ডুবেছে। বিদ্যালয়ের জল নিকাশি ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়তে হয় স্কুলের ছাত্র থেকে শিক্ষক শিক্ষিকাদের। যদিও করোনা আবহে বর্তমানে বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে, কিন্তু বিদ্যালয়ের অফিসিয়াল কাজকর্মের জন্য শিক্ষক শিক্ষিকাদের আসতে হচ্ছে। গতকাল রাতের বৃষ্টির পর আজ সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকরা দেখেন বিদ্যালয় চত্বর জলে ডুবে রয়েছে। জল ঢুকেছে কয়েকটি ক্লাস রুমেও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ডোগরা জানান, বহুবার এবিষয়ে স্থানীয় কাউন্সিলার থেকে পুরসভা, জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসে জানানোর পরেও সমস্যার সুরাহা হয়নি। জমা জল থেকে জলবাহিত বিভিন্ন রোগের পাদুর্ভাব দেখা দিতে পারে জেনেও সংশ্লিষ্ট প্রশাসন নির্বিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *