করোনাকে জয় করে বাড়ি ফিরলেন স্কুল শিক্ষিকা

আমাদের ভারত, হাওড়া, ২৫ এপ্রিল: ১৬ দিন পর করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন বাগনানের মুগকল্যাণ গ্রাম পঞ্চায়েতের সহড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা কৃষ্ণা রায়। শনিবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় হাততালি দিয়ে তাকে স্বাগত জানান পরিবারের সদস্য থেকে এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৮ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত কৃষ্ণা রায় একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরেই তাকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের ১০ জন সদস্যকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। যদিও পরে তাদের সকলের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এদিকে কৃষ্ণা রায়কে চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার পর তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে শনিবার বিকেলে যখন কৃষ্ণা রায় বাড়ি ফেরেন তখন মুগকল্যাণ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও স্থানীয় বাসিন্দারা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *