বনগাঁয় ডাস্টবিনের পাশে ২৪ ঘন্টা পড়ে রইল অসুস্থ বৃদ্ধ, খবর পেয়ে হাসপাতালে দিল পুলিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জুলাই: ময়লার ভ্যাটের পাশে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পড়ে রইল অসুস্থ বৃদ্ধ। এমন ঘটনায় বাকরুদ্ধ সচেতন বাসিন্দারা। বনগাঁ থানার ‘ট’-বাজার এলাকার ঘটনা। খবর পেয়ে শনিবার বিকেলে বৃদ্ধকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করল বনগাঁ থানার পুলিশ। বৃদ্ধর পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, ওই বৃদ্ধকে মাঝেমধ্যেই জঞ্জালের মধ্যে থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে নিয়ে যেতে দেখা যেত। শুক্রবার বিকেল থেকে ভ্যাটের পাশেই পড়ে রয়েছে ওই ব্যক্তি। আর তাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিলেন ব্যবসায়ী সহ এলাকার বাসিন্দারা। ঘটনা জানাজানি হতেই ক্ষোভ জানিয়েছেন বনগাঁর শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। বনগাঁর সমাজকর্মী শঙ্করাচার্য বলেন, “আমাদের সভ্যতার যত উন্নয়ন ঘটছে আমাদের মানবতা, চৈতন্য বোধ হারিয়ে যাচ্ছে। এই ঘটনা তারই নিদর্শন।

স্থানীয় টোটো চালক উত্তম রায় বলেন,”লোকটিকে আগেও দেখেছি এখানে। নাম ঠিকানা জানি না। নেশাগ্রস্ত হতে পারে। অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ সময়। বাজারের কোনও ব্যক্তি তার কাছে গেল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *