“তৃণমূল কংগ্রেসের অবস্থা হবে বাংলা কংগ্রেসের মতো”, মন্তব্য জ্যোতির্ময় সিং মাহাতোর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের অবস্থা হবে বাংলা কংগ্রেসের মতো। শুধু সাইনবোর্ডেই থাকবে। আর কোথাও থাকবে না। শুক্রবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

শনিবার ঠাকুরবাড়িতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে দুপুরে ঠাকুরবাড়িতে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। বিকেলে আসেন সাংসদ জ্যোতির্ময়। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। অমিত শাহের সভার আগে গোটা ঠাকুরনগরজুড়ে তৃণমূল ফ্লেক্স এবং ঘাসফুল ঝান্ডায় ভরিয়ে দিয়েছে। সে ব্যাপারে জ্যোতির্ময় সিং বলেন, ‘বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অস্তিত্ব থাকবে না। তাই ওরা আগে থেকে ঝাণ্ডা ঝুলিয়ে রাখছে। তৃণমূল দলটার পরিণতি হবে বাংলা কংগ্রেসের মতো। শুধু সাইনবোর্ডেই তার অস্তিত্ব থাকবে। মানুষের মধ্যে আর থাকবে না।

ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রীর আসাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমস্ত ঠাকুরনগর এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মঞ্চ বাঁধার কাজ শেষ। সভা স্থল থেকে ১০০ মিটার দূরে তৈরি হয়েছে হেলিপ্যাড, হেলিপ্যাডে নামবেন অমিত শাহ। দুপুর আড়াইটে নাগাদ আসবেন ঠাকুরবাড়িতে। জানাগেছে মন্দিরে পুজো দিয়ে সভাস্থলে প্রবেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের ভক্তরা এসে উপস্থিত হবেন ঠাকুরনগরে, সিএএ নিয়ে শেষ পর্যন্ত কি বলেন সেদিকে তাকিয়ে গোটা মতুয়া সমাজ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here