বাঙালি প্রধানমন্ত্রী চেয়ে উঠবে ২১ জুলাইয়ের স্লোগান

রাজেন রায়, কলকাতা, ১৮ জুলাই: তৃণমূলের ২১ জুলাই বাম বিরোধিতার মঞ্চ ক্রমে হয়ে উঠেছে বিজেপি বিরোধিতার মঞ্চ। একুশের বিধানসভা ভোটে জয় ধরে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য সরকার গড়েছেন বঙ্গে। জনপ্রিয়তার নিরিখেও অন্যান্য আঞ্চলিক দলের নেতার মাঝে শীর্ষস্থানে মমতা।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হ্যাশট্যাগ চালু হয়েছে, ‘NATION WANTS BENGALI PM’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, দেশ বাঙালি প্রধানমন্ত্রী চায়। জনপ্রিয়তার এই ঢেউকে কাজে লাগাতে মরিয়া তৃণমূল।

তাই এই একুশেই হয়ত চব্বিশের জমি তৈরি করে রাখতে চায় তৃণমূল কংগ্রেস। তাই অনুমান করা হচ্ছে, এবার বাঙালি প্রধানমন্ত্রী চেয়ে শ্লোগান উঠবে ২১ জুলাই শহিদ দিবসে। এবার লক্ষ্য দিল্লি, ২০২৪। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের ২১ জুলাই থেকেই সেই লক্ষ্যে ছুটবে তৃণমূলের রথ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *