স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ মে: শ্বশুর বাড়িতে ঢুকে বাড়ি ও দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ এলাকায়।
অভিযোগ, কৃষ্ণগঞ্জ থানার তারকনগর এলাকার বাসিন্দা সন্ধ্যা বিশ্বাসের পরিবারের ১ মেয়ের বিয়ে হয় হাঁসখালি থানা এলাকার বাসিন্দা অসিত বরণ বিশ্বাসের সাথে। অসিত বরণ বিশ্বাস মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য অশান্তি করত তার স্ত্রীর সাথে। এছাড়াও স্ত্রীকে মারধর করারও অভিযোগও ওঠে অসিত বরণের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে শ্বশুর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় অসিত। অভিযোগ, সেইমতো এদিন রাতে তারকনগর এসে শ্বশুর বাড়ির একটি ঘর ও দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় জামাই অসিত বরণ বিশ্বাস।
পেট্রোলের গন্ধ পেয়ে পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা। তারা জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। আশপাশের লোকজন চলে এলে পেট্রোলের জার ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত জামাই অসিত বারণ বিশ্বাস। শনিবার ঘটনাটি জানিয়ে অসিত বরণের বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্ধ্যা বিশ্বাসের পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অসিত বরণ বিশ্বাসের খোঁজে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।