মেদিনীপুরে বিদ্যাসাগর হল প্রাঙ্গনে কচিকাঁচাদের নিয়ে হলো বসন্ত উৎসব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: “বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।”

বসন্ত এসে গেছে, আর প্রকৃতি সেজে উঠেছে নতুন ফাগের রং’য়ে। আর প্রকৃতির সন্তানেরা তারাও নিজেদের নানা রংয়ে রাঙিয়ে নিচ্ছে। সারা
বিশ্বজুড়ে এই বসন্তে নানা ভাবে বসন্ত উৎসব পালিত হচ্ছে।

মেদিনীপুর বিদ্যাসাগর হল প্রাঙ্গনে মঙ্গলবার সকাল থেকেই কচিকাঁচাদের নিয়ে শুরু হয়েছে বসন্ত উৎসব। নাচে গানে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে ৮ থেকে ৮০। সারা ভারতবর্ষের সাথে মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে দেখা গেল বসন্ত উৎসবের আবির খেলা। এই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রথিতযশা সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, বিধায়ক দীনেন রায়, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী অরুপ দাস, সমাজসেবী তাপস সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here