হাইকোর্টে ধাক্কা খেতেই সমস্যা মেটাতে দ্রুত এসএসসি চেয়ারম্যান নিয়োগ রাজ্যের

রাজেন রায়, কলকাতা, ১৬ ডিসেম্বর: কিছুদিন আগেই উচ্চ প্রাথমিকে ২০১২-২০১৭ পর্যন্ত সমস্ত নিয়োগ বাতিল করে রাজ্য প্রশাসনকে জোর ধাক্কা দিয়েছিল হাইকোর্ট। কিন্তু এবার যাতে হাইকোর্টের নির্দেশ মত চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগপত্র পান, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হল শুভশঙ্কর সরকারকে। শুভশঙ্করবাবু নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির উপাচার্য। তাঁকেই এই বাড়তি দায়িত্ব দেওয়া হল। বুধবার থেকে কাজে যোগ দিলেন শুভশঙ্কর সরকার।

এদিকে নিয়োগের বিলম্বে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে উত্তীর্ণদের। এই অবস্থায় ‘যুদ্ধাকালীন তৎপরতাতেই’ পদক্ষেপ করতে হচ্ছে রাজ্যকে। দ্রুত এই নিয়োগ সংক্রান্ত সমস্যা মেটাতে না পারলে তার প্রভাব পড়বে বিধানসভার ভোট বাক্সে, তা ভালোভাবে বুঝতে পারছে শাসকদল। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়োগ সংক্রান্ত জটিলতা মেটানোর চেষ্টা করছে রাজ্য।

প্রায় এক বছর হতে চলল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি ফাঁকা রয়েছে। বর্তমানে এসএসসি সচিব চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে দক্ষ এবং সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত শুভশঙ্কর সরকারকেই বাড়তি দায়িত্ব দেওয়া হল। শুভ শঙ্করবাবু এসএসসির জটিলতা কাটিয়ে এবং সমস্যা মিটিয়ে উত্তীর্ণদের ক্ষোভের আগুন নিভিয়ে দিতে পারেন কিনা, আপাতত সেদিকে নজর থাকবে সব মহলের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here