নীল বনিক, আমাদের ভারত, কলকাতা ২৭ জুন: রাজ্যের দাবিপত্রের খসড়া নিয়ে আপত্তি বিজেপির। রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে বুধবার সর্বদলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রের কাছে দাবিদাওয়া নিয়ে চিঠির খসড়া তৈরি করেন। কিন্তুু চিঠির কয়েকটি লাইন নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি।
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, চিঠিতে পরিয়াযী শ্রমিকদের কথা বলা হয়েছে। কিন্তুু পরিয়াযী শ্রমিক সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠকে কোনও কথা হয়নি। একইভাবে আমফানে ক্ষতির পরিমান নির্ধারন নিয়ে কোনও বাস্তব ব্যাখ্যা দিতে পারেনি রাজ্য সরকার। অযথা কেন্দ্রকে দোষারোপ করে রাজ্য দাবিপত্র পাঠালে রাজ্য বিজেপি তা সমর্থন করবে না বলে জানিয়েছে দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রাজ্য সরকারের তৈরি দাবিপত্র নিয়ে বাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তারা মোটামুটি ভাবে রাজ্যের দাবিপত্রের সঙ্গে সহমত বলে সূত্রের খবর। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা বাম, কংগ্রসের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু বলা হয়নি।