“রাজ্য বাজেট জনস্বার্থ বিরোধী”, দাবি এসইউসিআই’য়ের

আমাদের ভারত, কলকাতা, ১১ মার্চ: রাজ্য বাজেটের সমালোচনা করল এসইউসিআই(সি)।

শুক্রবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, “আজ রাজ্য বাজেটকে মুখ্যমন্ত্রী যতই সাধারণ মানুষের বাজেট বলুন না কেন, এই বাজেটে বেকার যুবকদের নতুন চাকুরির কোনো প্রস্তাব নেই, ১.২ কোটি কর্মসংস্থানের কথা বলা হলেও তা যে অর্থহীন একথা যে কেউ বোঝেন। ৩.৭৬ গুণ রাজস্ব বৃদ্ধি হয়েছে দাবি করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও যা সত্য যে মদ বিক্রি বাড়িয়ে তা করা হয়েছে একথা স্বীকার করা হয়নি।

নদী ভাঙ্গন নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেই, স্কীম ওয়ার্কার্সদের কথা নেই, দেউচা পাঁচামিতে আদিবাসীদের কোনো ভাবেই যে উচ্ছেদ করা হবে না তার উল্লেখ নেই। করোনা পরবর্তীকালে স্কুল থেকে উচ্চশিক্ষা ক্ষেত্র পর্যন্ত উপযুক্ত ব্যয়বরাদ্দ বৃদ্ধির প্রত্যাশা ছিল, কিন্তু তা ঘটেনি। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন কোনও কোনও ক্ষেত্রে বন্ধ হয়েছে এই অভিযোগ আছে। চা-শ্রমিকদের স্বার্থরক্ষার প্রশ্নটিও অবহেলিত। সার্বিকভাবে এই বাজেট জনস্বার্থ বিরোধী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *