রাজেন রায়, কলকাতা, ২৩ ডিসেম্বর: শহরে বেশ কিছু জায়গায় বর্জ্যের পাহাড় হয়ে রয়েছে। সেই সমস্ত স্তূপীকৃত বর্জ্য প্রক্রিয়াকরণ করে এবার গ্রিনফিল্ডে পরিণত করতে চায় রাজ্য সরকার। তাই এদিন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে উত্তর ২৪ পরগনার প্রমোদ নগর, মোল্লার ভেড়ি ও কলকাতার ধাপায় দীর্ঘদিনের স্তূপীকৃত বর্জ্যের পাহাড় সরাতে রাজ্য সরকার ১ হাজার ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে।
প্রমোদনগরে পশু দহনের জন্য বৈদ্যুতিক চুল্লি উদ্বোধনী অনুষ্ঠানে পুরমন্ত্রী তার বক্তব্যে একথা জানিয়ে বলেন, জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরি করা হবে, অজৈব বর্জ্য থেকে কেক তৈরি করে তা পাওয়ার প্ল্যান্টের কাজে ব্যবহারের জন্য পাঠানো হবে। তিনি বলেন, প্রমোদ নগরে স্তূপীকৃত ৭.৩২ লক্ষ মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য প্রায় ৬৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই তার কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামীদিনে দক্ষিণ দমদম পুরসভার পাশাপাশি উত্তর দমদম, কামারহাটি, সহ আশেপাশের পুরসভাগুলিতে উৎপন্ন বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য প্রমোদনগরে একটি কারখানাও তৈরি করা হবে। বর্জ্যের পাহাড়ের স্থানটিকে আগামীদিনে সৌন্দর্যায়িত করে ‘গ্রিনফিল্ডে’ পরিণত করা হবে। অন্যদিকে, মোল্লার ভেরির ৩ মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য ১৯ কোটি ৫০ লক্ষ টাকা ও ধাপায় ৪০ লক্ষ মেট্রিক টন বর্জ্যের পাহাড় পরিষ্কার করতে প্রায় ২৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।