লকডাউনের সময় চিকিৎসকদের হাসপাতালের সামনে রাখতে হোটেল ভাড়া করছে রাজ্য সরকার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ: লকডাউনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাসপাতালের সামনে রাখতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের বিশ্রাম নেওয়া এবং যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা।

নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করছেন করোনায় আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না চিকিৎসক ও নার্সরা। তার ওপর লকডাউনের ফলে নার্সদের অনেকেরই বাড়িতে যেতে অসুবিধে হবে। আর বাড়িতে গেলে তাঁদের হাসপাতালে আসতে অনেক ঝুঁকি পোয়াতে হবে। আর এই সমস্যা মেটাতে এবার উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছেন হাসপাতালের সামনে হোটেলগুলি ভাড়া নিতে হবে। গেষ্ট হাউসগুলিও ভাড়া নিতে হবে। তাহলে চিকিৎসক ও নার্সরা সেইসব হোটেল, গেষ্টহাউসগুলিতে থেকে ডিউটি করতে কারবেন। তাতে সবার সুবিধে হবে। হাসপাতালে আসার জন্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সময় বাঁচবে। পর্যাপ্ত সময় তাঁরা বিশ্রাম পাবে বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *