নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৬ ফেব্রুয়ারি:
বিধানসভা ভোটের আগে শিল্প সম্মেলন করছে রাজ্য সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি এই শিল্প সম্মেলন হবে দুর্গাপুরে।
করোনা আবহে গতবার শিল্প সম্মেলন করেনি রাজ্য সরকার। ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্প সম্মেলন করেছেন। রাজারহাটের পাশাপাশি দিঘাতেও এই শিল্প সম্মেলন আয়োজন করেছিল রাজ্য। তবে করোনার মধ্যে এবারের শিল্প সম্মেলন অতটা বড় করছে না রাজ্য সরকার।
কলকাতা ও দেশের কয়েকটি বনিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়ে এবার দুর্গাপুরে শিল্প সম্মেলনের আয়োজন করেছে রাজ্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যাতে শিল্পের খরা কাটে তার জন্যই এই শিল্প সম্মেলন।