ই-রেশন কার্ড সংক্রান্ত একাধিক নয়া নির্দেশিকা ঘোষণা রাজ্যের

রাজেন রায়, কলকাতা, ১৪ নভেম্বর: বর্তমানে নথির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড। এই রেশন কার্ডের মাধ্যমেও বিভিন্ন রেশন সামগ্রী তোলা যায়। এই রেশন কার্ড থাকার জন্য বহু মানুষ রেশন সামগ্রী বিনামূল্যে পাওয়ার সুবিধা পেয়েছে। তাছাড়াও ডিজিটাল রেশন কার্ড অর্থাত্‍ ই রেশন কার্ডও আনা হয়েছে রাজ্য সরকারের তরফে।

তবে এই ই রেশন কার্ড কিভাবে ব্যবহার করা যাবে সেই নিয়ে প্রচুর দ্বন্দ্ব রয়েছে গ্রাহকদের মনে। তাই রাজ্য খাদ্য দফতরের পক্ষ থেকে একটি পোস্টার দেওয়া হয়েছে নেট দুনিয়ায়। সেখানে পুঙ্খানপুঙ্খভাবে বিবরণ দেওয়া আছে ই রেশন কার্ড কিভাবে ব্যবহার করা যাবে। পাশাপাশি নতুন ভাবে ঘোষণাও করেছে রাজ্য সরকার এই রেশন কার্ড সকলের কিভাবে কাজে লাগবে। ই- রেশন কার্ডের বৈধতা ছাপা রেশন কার্ডের মতই। ই- রেশন কার্ডের সাহায্যে খাদ্য সামগ্রী পাবে। কেরোসিন তেল নিতে হলে খাদ্য পরিদর্শক অফিসে নেওয়ার দোকান ঠিক করে নিতে হবে। জেনারেল ই- রেশন কার্ড থাকলে ভর্তুকিতে খাদ্য সামগ্রী এবং কেরোসিন তেল পাবেন না। ই- রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক। খাদ্য পরিদর্শক অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে পারবেন।

ই-রেশন কার্ড দোকানে নিয়ে গেলে সেখানে মেশিনে বায়োমেট্রিকের মাধ্যমে যাচাইয়ের পর গ্রাহক খাদ্য সামগ্রী পাবেন। এছাড়াও মোবাইলে ওটিপি পাঠিয়ে খাদ্য সামগ্রী নিতে পারেন। এছাড়াও ই-রেশন কার্ড প্রিন্ট আউট করে নিতে পারেন।

10 thoughts on “ই-রেশন কার্ড সংক্রান্ত একাধিক নয়া নির্দেশিকা ঘোষণা রাজ্যের

  1. UDAY KUMAR PAL says:

    দুয়ারে রেশন ঘোষণা সত্ত্বেও রেশন দোকানে গিয়ে রেশন আনতে হচ্ছে

  2. Haru Mondal says:

    আমদের রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বরটি লিঙ্ক করা হয়েছে কিন্তু আমাদের সংশ্লিষ্ট রেশন দোকান ছাড়া পশ্চিমবঙ্গের অন্য রেশন দোকান থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলতে পারছি না। তাহলে এক দেশ এক রেশন ব্যবস্থা চালু হয় নি?
    এ বিষয়ে কোন সরকারী বিজ্ঞপ্তি কি জারি হয়েছে? প্লিজ একটু বলবেন । আর বিজ্ঞপ্তি যদি জারি হয়ে থাকে তাহলে তার লিঙ্ক টা দেবেন প্লিজ ।

  3. Haru Mondal says:

    আমদের রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বরটি লিঙ্ক করা হয়েছে কিন্তু আমাদের সংশ্লিষ্ট রেশন দোকান ছাড়া পশ্চিমবঙ্গের অন্য রেশন দোকান থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলতে পারছি না। তাহলে কি এখনো এক দেশ এক রেশন ব্যবস্থা চালু হয় নি? এ বিষয়ে কোন সরকারী বিজ্ঞপ্তি কি জারি হয়েছে? প্লিজ একটু বলবেন । আর বিজ্ঞপ্তি যদি জারি হয়ে থাকে তাহলে তার লিঙ্ক টা দেবেন প্লিজ ।

  4. Sib Sankar saha says:

    I am now working at central govt organization( post office) as a daily rate majdur (DRM) My daily rate basis Rs.50.50 per hrs.( which is daily rate for west Bengal govt rate)
    Why we are not getting central govt.daily wages. Please look into the matter at the earliest.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *