আদিবাসীদের সারনা ও সারি ধর্মের স্বীকৃতি চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব রাজ্যের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ জুলাই: আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে সারনা ও সারি ধর্মকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভায়। এতে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন জলপাইগুড়ির দীর্ঘ দিনের লড়াকু আধিবাসী নেতা তথা আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া। বিজেপি ভোটের রাজনীতি ছাড়া কিছুই করছে না বলে আক্রমণ করলেন রাজেশবাবু।

তিনি বলেন, ৬ জুলাই রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের একটি অংশের জন্য সারনা ও অন্য অংশের জন্য সারি ধর্মের স্বীকৃতি আদায়ের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠানো হবে।

এদিন রাজেশবাবু সাংবাদিক বৈঠক করে বলেন, “সব ধর্মের নিজস্ব কোড রয়েছে, কিন্তু আদিবাসীদের ধর্মের কোনো কোড নেই। তাদের দীর্ঘদিনের দাবি ছিল আদিবাসীদের সারনা ও সারি ধর্মকে স্বীকৃতি দেওয়া হোক। বিজেপি আদিবাসীকে রাষ্ট্রপতি করেছেন, তাই আমরা আশা করছি আদিবাসীদের ধর্মের কোড দেওয়ার জন্য উদ্যোগ নেবে কেন্দ্র সরকার। তাই সারনা ও সারি ধর্মজে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে। এতদিন আদিবাসীদের নিজেদের ধর্মের কোনো পরিচয় ছিল না, আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে পরিচয় পেতে চলছেন আদিবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *