পুলকারের বিষয়ে রাজ্য কঠিন হচ্ছে, জানালেন পার্থ চ্যাটার্জি

আমাদের ভারত, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: পুলকার নিয়ে এবার কঠোর হওয়ার বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, আমি সব স্কুল গুলিকে বলবো পুলকার গুলির অবস্থা যেন মাঝেমধ্যে দেখা হয়। সরকারি, বেসরকারি সব ধরণের স্কুল পুলকার গুলির অবস্থা দেখবে। পুলকারের চালকের লাইসেন্স থেকে টায়ারের অবস্থা সবকিছুই স্কুল গুলিকে দেখতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার হুগলীতে পুলকার দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পড়ুয়া। তারা প্রত্যেকেই আবার শিশু। পুলকার দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। আহত শিশুদের চিকিৎসার সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেই শনিবার পুলকার নিয়ে বিধানসভায় কঠোর বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সব ধরনের স্কুল গুলিকে পুলকারের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। এব্যাপারে খুব শীঘ্রই রাজ্য শিক্ষা দফতর একটি গাইউলাইন তৈরি করবে। যা সব ধরণের স্কুল গুলি মানতে বাধ্য হবে বলে জানান পার্থ চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *