দূরদর্শনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত বাতিল করল রাজ্য

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ এপ্রিল: দূরদর্শনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস বাতিল করল রাজ্য। শনিবার এইকথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আগামী ৭ এপ্রিল থেকে দূরদর্শনের মাধ্যমে ক্লাস শুরু হবার কথা ছিল। কিন্তু বিকেল ৫ টার সময়ে ক্লাস নিয়ে শিক্ষক ও অবিভাবকদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে জানান পার্থ চ্যাটার্জি। তাই রাজ্য সরকার দূরদর্শনের মাধ্যমে ক্লাস বাতিল করেছে। তবে পার্থ চ্যাটার্জি আরও বলেন, আমরা ছাত্রসমাজের স্বার্থের কথা মাথায় রাখছি। তাদের কথা মাথায় রেখেই আগামী দিনে সব সিদ্ধান্ত নেব। আগামী ১৩এপ্রিল পর্যন্ত কলকাতা দূরদর্শনের মাধ্যমে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের ক্লাস নেবার কর্মসূচি বাতিল করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য করোনা আতঙ্কের জন্য রাজ্য সরকার স্কুল, কলেজের পঠন পাঠন বন্ধ করে দিয়েছে। এমনকি করোনার থেকে রক্ষা পেতে গৃহশিক্ষকরাও টিউশান বন্ধ করে দিয়েছে। তার ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস সময়ে শেষ করা নিয়ে প্রশ্ন উছছিল। তার জন্য দূরদর্শনের মাধ্যমে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার তাও বন্ধ হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *