মেডিকেল অফিসার পূজা মৈত্রের লেখা গল্প এবার ছোটপর্দায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ সেপ্টেম্বর: ফুলিয়া ব্লক মেডিকেল অফিসার পূজা মৈত্রের লেখা গল্প এবার ছোটপর্দায়। আগামী ২৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে তারই গল্প অবলম্বনে তৈরি চিত্রনাট্য। গল্পের নাম প্রতিবিম্ব। ছোট্ট ছেলে তার বাবাকে হারিয়ে চায়ের দোকানে কাজ করে যেখানে সে কাজ করে তাকে দেখতে অনেকটা তার বাবার মত, এটাকে নিয়েই তার গল্প প্রতিবিম্ব।

২০১৪ সালে তার লেখা গল্প ২০১৭ সালে প্রকাশ পায় রেবা পত্রিকায়। পরিচালক নির্মাল্য বিশ্বাসের তার গল্প পছন্দ হওয়ার পর যোগাযোগ করে তার সাথে। তারপরেই টেলিফিল্ম করবার সিদ্ধান্ত নেন। পেশায় ডাক্তার, ছোটবেলায় স্কুল জীবন থেকেই গল্প, কবিতা এবং উপন্যাস লেখার অভ্যাস। ইতিমধ্যেই, তার লেখা বহু কবিতা গল্প এবং উপন্যাস বাংলার স্বনামধন্য পত্র পত্রিকা এবং লিটিল ম্যাগাজিনে ছাপা হয়েছে। প্রায় বারোটি উপন্যাস লিখেছেন তিনি। লিখেছেন প্রচুর ছোট গল্প এবং কবিতার বই। টেলিফিল্মের সমস্ত রকম কাজ শেষের পথে। এখন শুধু মুক্তি পাওয়ার অপেক্ষায়।

পূজা মৈত্রের বাড়ি রানাঘাটে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পর রাতে যেটুকু সময় পান সেটুকুতেই তিনি গল্প লিখতে ভালোবাসেন। তার লেখা গল্প ভারতবর্ষ থেকে পেরিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশ ভীষণভাবে সাড়া ফেলেছে। যখনই সময় পান কাজের ফাঁকে, তখনই রোগী দেখার পাশাপাশি গল্প লিখে নিজের মনের অক্সিজেন জুগিয়ে যাচ্ছেন পূজা মৈত্র।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here