ধর্মঘটে উঃ ২৪ পরগণা জেলা জুড়ে অবরোধ, শুনশান রাস্তা ঘাট, ব্যহত ট্রেন চলাচল

সায়ন ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৮ জানুয়ারি: সিপিএম ডাকা ২৪ ঘণ্টা ধর্মঘটে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে যথেষ্ট প্রভাব পড়েছে। বিভিন্ন জায়গায় বাস এবং ট্রেন অবরোধ করা হয়। এর ফলে বিপর্যস্ত জনজীবন।

নাগরিকত্ব আইন, জাতীয়নাগরিকপঞ্জি, জাতীয় জনসংখ্যা পঞ্জিরবিরোধিতায় এবং দেশের অর্থনৈতিকমন্দা, কর্মসংস্থানের বেহাল দশা সহ কয়েক দফা দাবিতে আজ  ২৪ ঘণ্টাসাধারণ  ধর্মঘটের  ডাক দিয়েছে বাম ও কংগ্রেস বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি।

সকাল থেকেই সেই ধর্মঘটের প্রভাব  দেখা গেল উত্তর ২৪ পরগণা জেলা জুড়ে।এই ধর্মঘটের ডাক দেওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ধর্মঘট হতে  দেবে না  প্রশাসন। অন্যদিকে এইধর্মঘট সফল করতে  মরিয়া বাম ও কংগ্রেস ট্রেড ইউনিয়নগুলি। সকাল থেকেই  জেলার বিভিন্ন  জায়গায় মিছিল বের হয়।রাস্তা, রেলপথ  অবরোধ করা হয়। ফলে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।
মধ্যমগ্রামে সর্মথকরা ট্রাকের চাকার হাওয়া খুলে দেওয়ায়  বন্ধ হয়ে যায় যানচলাচল। পাল্টা বন্ধ বিরোধী মিছিল  বার করে তৃণমূল কংগ্রেস  কর্মীরা। তৃণমূল ও বাম সমর্থকদের  মিছিল  এবং  পাল্টামিছিলে  উত্তপ্ত হয়ে  ওঠে মধ্যমগ্রাম স্টেশন রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে রয়েছে  বিশাল পুলিশবাহিনী।

শিয়ালদহ–বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনের কাছে রেললাইন  থেকে চারটি তাজা বোমা উদ্ধার হয়েছে। রেললাইনে বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে  খবর দেয়।ঘটনাস্থলে যান বম্বস্কোয়াডের সদস্যরা। তাজা  বোমাগুলি উদ্ধার করে পুলিশ। বোমা পড়ে থাকার কারণে  রেল চলাচল বন্ধ হয়ে যায় সকাল থেকেই। হৃদয়পুরেই যশোর রোডে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করে।পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

হাবড়ায় ট্রেন অবরোধ করেএসইউসিআই কর্মীরা। প্রথমে তারা হাবড়া রেল স্টেশনে অবরোধ করে। পরে যশোর রোড অবরোধ করে। দফায় দফায় অবরোধে  বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। অশোকনগরে স্টেশন  লাগোয়া  রেলগেটও যশোর রোড অবরোধ করে সিপিএম কর্মীরা।জ্বালানো হয় টায়ার। কাঁচরাপাড়া স্টেশনে রেল অবরোধ করা হয়।শ্যামনগরের ২২ নম্বর রেলগেটে অবরোধ করে সিটু। বেলঘরিয়ায়  রেল অবরোধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *