তপনে দর্শকহীন ফাঁকা মাঠেই উদ্বোধন হল ছাত্র-যুব উৎসবের

আমাদের ভারত, বালুরঘাট, ১৫ জানুয়ারি: বিতর্ক উস্কে ফাঁকা মাঠেই শুরু হল তপন ছাত্রযুব উৎসব। দেখা নেই ছাত্র-যুবদের। উৎসব নিয়ে ব্লকে কোনও প্রচারই নেই বলছেন স্থানীয়রা। বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুইদিন ব্যাপী এই উৎসবের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। তপন ব্লক অফিস চত্বরে, যুবকল্যাণ ও ক্রিড়া বিভাগ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তপনের বিডিও ছোগেল মোক্তান তামাং, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, সহ সভাপতি তাপস মন্ডল প্রমুখ। এদিন অতিথিরা মঞ্চের চেয়ার ভরালেও, অনুষ্ঠান দেখার জন্য মাঠে সেভাবে কারোরই দেখা মেলেনি। দেখা মেলেনি কোনও ছাত্র যুবদেরই। এমন ঘটনায় ব্লক প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ছাত্র-যুব উৎসবের কোনও প্রচার ব্লকে না থাকায় ছাত্র যুবরা জানেনই না এই অনুষ্ঠান।

যদিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, অনুষ্ঠান সকালেই শুরু হয়েছে। তবে তাঁদের আসতে দেরি হওয়াতেই সমস্যা হয়েছে। বিভন্ন ঘরে সকলেই উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here