
আমাদের ভারত, বনগাঁ, ১ জানুয়ারি: বছরের প্রথম দিন, তাই টিফিনের টাকা জমিয়ে দুস্থ ও রাস্তার ভবঘুরেদের মুখে খাবার তুলে দিল পড়ুয়ারা। বুধবার সকালে উত্তর ২৪ পরগণার বনগাঁর স্টেশন, সাতভাইকালীতলা, বাটার মোড় ও বনগাঁ হাসপাতলে ঘুরেঘুরে দুস্থ ও ভবঘুরেদের হাতে খাবার তুলে দেয় ছাত্ররা। এদিন একটু অন্যরকম খাবার পেয়ে খুশি দুস্থ ও ভবঘুরেরা। ছাত্রছাত্রীদের দাবি, বছরের প্রথম দিনটা ভালো কাটলে, বছরের সবদিন ভালো যায়। এই ভেবেই ছাত্রদের উদ্যোগ।
এদিন প্রায় ১৫ জন ছাত্রছাত্রী মিলে তাঁদের গচ্ছিত টাকা দিয়ে ১৫০জন দুস্থ ও ভবঘুরেদের হাতে দেয় খাবার। খাবারের তালিকায় ছিল রাধাবল্লভী, মিষ্টি, লেবু, কেক, বিস্কুট সহ পানীয়জল। পূজা, সায়নী, সায়ন, অনিক, সুস্মিতা, সুমুদ্রীতা, কথিকা, পার্থ, প্রিয়, সুমন, প্রিয়ম, বিক্রম, আরিফ, সৌরভরা বলেন, দুর্গা পূজার আগে কিছু অনাথ শিশুদের হাতে নতুন জামা তুলে দিয়েছিলাম। এছাড়া কেরলে বন্যার সময় শহর থেকে চাঁদা তুলে ত্রাণ তহবিলে পাঠিয়েছি। সেই অনুভূতি আজ আমাদের এই কাজ করার প্রেরণা জুগিয়েছে। নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে কয়েক হাজার টাকা জোগার করেছি আমরা। সেই টাকা খরচ করেই দুস্থদের মুখে খাবার তুলে দিয়েছি। আগামীতে যদি শহরের অন্যান্য ছাত্র-ছাত্রীরাও একই ভাবে এগিয়ে আসে তবে সমাজে একদিন দুস্থ বলে কেউ থাকবে না।