একাদশ শ্রেণিতে ভর্তির ফি মকুবের দাবি, খড়্গপুরের জফলা আদর্শ উচ্চতর বিদ্যালয়ে “স্টুডেন্টস স্ট্রাগল” কমিটি গঠন করে আন্দোলন ছাত্র ছাত্রীদের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুলাই:
একাদশ শ্রেণিতে ভর্তিকে কেন্দ্র করে খড়্গপুর শহর লাগোয়া জফলা আদর্শ উচ্চতর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা “স্টুডেন্টস স্ট্রাগল” কমিটি গঠন করে আন্দোলনে নেমেছে। পাশে দাঁড়িয়েছে অভিভাবকরাও। বর্তমান করোনা পরিস্থিতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি ফি সম্পূর্ণ মকুব করতে হবে এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের টাকা ফেরত দিতে হবে, মূলত এই দুটি দাবি নিয়ে তারা আজ স্কুল লাগোয়া এলাকায় মিছিল করে এবং প্রধান শিক্ষকের কাছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বাক্ষর করা দাবিপত্র জমা দেন।

আন্দোলনের চাপে প্রধান শিক্ষক জানান, স্কুল থেকে ভর্তির ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে এবং ভর্তির তারিখ দীর্ঘায়িত করে বলেছেন স্কুল ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে আগামী ২৮ জুলাই একাদশ শ্রেণির ভর্তি ফি সংক্রান্ত বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানাবেন।

এ প্রসঙ্গে স্টুডেন্ট স্ট্রাগল কমিটির পক্ষে ওই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্কিতা বাঁকুড়া বলেন, আন্দোলনের চাপে ভর্তির ফর্মের দাম ৫০ টাকা মকুব করে বিনামূল্য করেছেন। ফলে আমাদের আংশিক জয় হয়েছে এবং আমরা প্রধান শিক্ষককে জানাতে চাই ভর্তি ফি সম্পূর্ণ মকুব না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *