কমছে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস, জানালেন শিক্ষামন্ত্রী

রাজেন রায়, কলকাতা, ২৫ নভেম্বর : সংক্রমণের পরিস্থিতি দেখে এখনো সাহসী পদক্ষেপ নিতে নারাজ স্কুল শিক্ষা দপ্তর। আপাতত স্কুল বন্ধ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সিলেবাস কমিটির প্রস্তাব মেনে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সায় দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হবে। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বিভিন্ন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে মানবিকতার খাতিরে সিলেবাস কমানোর অনুরোধ আসছিল। সেই কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হল স্কুল শিক্ষা দফতর। বিষয়ভিত্তিক কী কী কমানো হচ্ছে তা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশন করে জানিয়ে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here