পুরুলিয়ায় বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রতীকি অনশন

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ মে: বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়াদের বাড়ি ফেরানো সহ বিভিন্ন দাবিতে প্রতীকি অনশন ও নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করল পুরুলিয়া জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা। সোমবার জেলাজুড়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি গুচ্ছ নিয়ে সরব হয় তারা।

পুরুলিয়ার বহু যুবক সহ মাঝ বয়সীরা পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এইরকম পরিস্থিতিতে আটকে গিয়ে চরম দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তাঁদের নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে ব্যবস্থা করা, কেন্দ্র সরকার থেকে পাঠানো জনসাধারণের জন্য ডাল সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে বিলিবন্টন, এপ্রিল মাস থেকে তিন মাস ইলেকট্রিক বিল মুকুব করার দাবি তোলা হয়।

বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই প্রতীকি কর্মসূচি করেন মোর্চার নেতা ও সদস্যরা।
এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলিম আনসারী রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘সব লুঙ্গি পরা মুসলিমরা দেশদ্রোহী, জিহাদি নন। মুসলিমরাও রাষ্ট্রবাদী, দেশপ্রেমী হয়। মুসলিমদের তোষণ করে নিজের স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করবেন না।’

একই সঙ্গে প্রস্তাব আকারে বিজেপির ওই জেলা সম্পাদক বলেন, ‘যদি রাজ্য সরকারের এতই মুসলিম প্রেম থাকে, তাহলে তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করুন। মানব সম্পদ হিসেবে ব্যবহার করুন। তাদের হাতে যত অপকর্ম, দুষ্কর্ম করার জন্য বোমা বন্দুক ধরিয়ে দেবেন না। তারা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাদের তোষণের প্রয়োজন হবে না তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান করতে পারবে। নিজেদের উন্নয়ন নিজেরাই করতে পারবে। তাদের আর বিদেশ-বিভুঁইয়ে পরিবার থেকে দূরে থেকে এত কষ্ট করে রোজগার করতে হবে না। এই চরম পরিস্থিতিতে তারা যে অসহায় ভাবে ফেঁসে আছে সেই দিনও রাজ্য সরকারকে দেখতে হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *