
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ জুন: গোপীবল্লভপুরের নয়াবসান জণকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃতের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী কোরোনা এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কুড়ি হাজার টাকা দিয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের ঝাড়গ্রাম জেলার পুখুরিয়া শাখার অধ্যক্ষ মহারাজের হাতে তিনি সেই চেক তুলে দেন। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের এই শিক্ষক জানান, বাঁকুড়া বিশ্ব প্রেমিক সংঘের অধ্যক্ষ স্বামী প্রশান্তানন্দ মহারাজজীর অনুপ্রেরণাতে এ রকম সেবামূলক কাজ তিনি দীর্ঘ দিন ধরে করে আসছেন। এই কাজ মানব সমাজের পক্ষে যেমন কল্যাণকর, সেই রকম তাঁর ব্যক্তি জীবনের পক্ষে আশীর্বাদ স্বরূপ।
হেরম্ববাবুর বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামে। তাঁর বাবা তারানন্দ চক্রবর্তী ছিলেন বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার অন্তর্গত জামবনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ২০০১ সালে তিনি তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে ‘জাতীয় শিক্ষক’ সম্মান পান। ২০১৯ সালে কলকাতার সংস্কৃত কলেজ থেকে তিনি বিশেষ সাম্মানিক পেয়েছিলেন। তাঁর এই ধরনের কাজে তাঁর বাবা সবসময়ই পাশে থেকেছেন বলে জানান তিনি। ২০০৬ তে চাকরিতে যোগদানের পর থেকে তিনি শিক্ষাদানের পাশাপাশি মানবসেবায় নিজেকে যুক্ত করেছেন। ভবিষ্যতে এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন।