
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে শহিদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জানালেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের গণিতের শিক্ষক দিব্যেন্দু সাহা। মঙ্গলবার ছিল মাতঙ্গিনী হাজরার ৭৯তম আত্মবলিদান দিবস। মেদিনীপুর শহরের পালবাড়ির জীপনদীপ কমপ্লেক্সের বাসিন্দা দিব্যেন্দু বাবু। ভারতছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা অভিযান কালে পুলিশের গুলিতে মাতঙ্গিনী হাজরা মৃত্যু বরণ করেন। সেই বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু বাবুর আঁকা ছবিটি জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।