
গৌতম প্রামানিক, পুরুলিয়া, ২৩ ফেব্রুয়ারি: শিবরাত্রি উপলক্ষে নিজের উপার্জন থেকে পাশাপাশি গ্রাম ও মানবাজারের প্রায় ৫ হাজার মানুষকে খিচুড়ি ও পরমান্ন খাইয়ে পরিতৃপ্ত হলেন প্রবীণ প্রাক্তন শিক্ষক অনাদি চরণ লায়েক। সমাজ তৈরির কারিগরই ছিল তাঁর কর্মজীবন। অবসর জীবনে সমাজ সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন মানবাজার-১ ব্লকের চাঁদড়া গ্রামের এই বাসিন্দা। স্থানীয় তরুণ ক্লাবের পরিচালনায় প্রাচীন বগড়া শিব মন্দিরে তিনি চার বছর ধরে এই ভাবেই ভক্তদের সেবা করে চলেছেন তিনি ও তাঁর পরিবার।
মানবাজার-১ ব্লকের মুকুন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। ২০০৪ সালে অবসর নেন। শিক্ষকতা করার সময় নিজের গ্রাম চাঁদড়া এবং পার্শ্ববর্তী গ্রাম ছোট সাগেন, বড় সাগেন, শ্যামনগর, দাতারডি, পায়রাচালি প্রভৃতি গ্রামের অসহায়, স্কুল ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষার আলো দেখাতে নিজের মতো করে পাশে রাখতেন। সেই ধারা অব্যহত রয়েছে। সমাজ সেবায় নিজেকে নিয়জ্জিত করার পাশাপাশি উপার্জনের অর্থ দিয়ে গ্রামের রাস্তা, পুকুরের ঘাট নির্মাণ করেছেন। অসুস্থ, দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িছেন নিজের সাধ্যের মধ্যে থেকে। বছর চুয়াত্তরের ওই মানুষটির ইচ্ছে রয়েছে একটি বৃদ্ধাশ্রম গড়ার। বাস্তবতা তাঁর হৃদয়ে ব্যথিত করেছে। তাই, তাঁর গড়ে তোলা বৃদ্ধাশ্রমে বঞ্চিত অবহেলিত উপেক্ষিত মানুষদের বিশ্বস্ত ঠিকানা গড়ে তুলতে এখন তাঁর লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।