আমাদের ভারত, হাওড়া, ২২ জুলাই: ছিপ দিয়ে মাছ ধরার সময় বড়শির ডোর হাতে পায়ে জড়িয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম বিশ্বজিৎ রুইদাস (১১)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে শ্যামপুর থানার দক্ষিণ শশাটি গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে বিশ্বজিৎ বাড়ির পাশে রূপনারায়ণ নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, মাছ ধরার জন্য নদীতে বড়শি ফেললে বড়শির কাঁটা নদীর জলের নিচে থাকা আগাছায় আটকে যায়। নদীতে সেই সময় ভাটা থাকায় বিশ্বজিৎ আগাছা থেকে কাঁটা ছাড়াতে জলে নামে। আগাছা থেকে কাঁটা ছাড়ানোর সময় বড়শির ডোর বিশ্বজিতের হাতে পায়ে জড়িয়ে যায়। নদীতে সেই সময় ভাটা থাকলেও পরে জোয়ার এসে যাওয়ায় জল থেকে উঠতে না পেরে জলে ডুবে যায়।
এদিকে সন্ধ্যা পেরিয়ে মাওয়ার পর ছেলে বাড়ি না ফেরায় বিশ্বজিতের পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ১০টা নাগাদ জোয়ারের জল নেমে গেলে বিশ্বজিৎকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে শ্যামপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।