রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ৬৭ তম বর্ষের দুর্গাপুজোর পুজোর থিম “আশ্রয়”, হচ্ছে প্লাস্টিক বর্জিত পুজো

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ সেপ্টেম্বর: মোবাইল টাওয়ারের রেডিয়েশনের জেরে জীবন বিপন্ন হতে চলেছে পক্ষীকূলের। রেডিয়েশনের প্রভাবে কমছে দোয়েল, কোয়েল, শ্যামা, ফিঙে, চড়ুই, বুলবুলি সহ বিভিন্ন পাখি। এইসব পক্ষীকূলের প্রতি সহানুভূতি ও সচেতনতার বার্তা দিতেই এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর থিম
“আশ্রয় “। এবার তাদের পুজো ৬৭ তম বর্ষে পদার্পণ করল। পুজোর আনুমানিক বাজেট প্রায় ১৪ থেকে ২০ লক্ষ টাকা।

বাঁশ, বেত, ভাটশোলা আর লোহার রড দিয়ে তৈরি প্ল্যাস্টিক বর্জিত পুজো মন্ডপ তৈরী করা হচ্ছে রায়গঞ্জ কলেজপাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয়। মন্ডপ তৈরি করছেন মালদা ও মুর্শিদাবাদের শিল্পীরা।
প্লাস্টিক সমাজের পক্ষে ক্ষতিকারক তাই প্লাস্টিক বর্জনের বার্তা দিতেই এই উদ্যোগ পুজো কমিটির কর্মকর্তাদের। রায়গঞ্জের কুমোরটুলির প্রখ্যাত মৃৎশিল্পী ভানু পালের তৈরি প্রতিমা এবং সুদৃশ্য আলোকসজ্জা এবারেও দর্শনার্থীদের নজর কাড়বে। দুর্গাপুজো উপলক্ষ্যে অরবিন্দ স্পোর্টিং ক্লাব চতুর্থীতে বস্ত্র বিতরণ করবে। এর পাশাপাশি পুজো প্রাঙ্গনজুড়ে থাকবে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *