চাকদায় এক বেসরকারি সংস্থায় বিশ্বকর্মা পুজোর থিম ‘চন্দ্রযান’

আমাদের ভারত, নদিয়া, ১৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর এবারের থিম চন্দ্রযান ৩। এই থিম করে তাক লাগিয়ে দিয়েছে নদিয়ার চাকদা চৌরাস্তা চত্বরের ভাণ্ডারি অটোমোবাইল সংস্থা। উড়ন্ত চন্দ্রযান দিয়ে পুজোর থিম। ইসরো ও চন্দ্রায়ণ ২ উৎক্ষেপণকে থিম করে এবার তাদের পুজো মন্ডপ সাজিয়েছেন বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজার সুখেন বিশ্বাস। বাজেট মাত্র ১০ হাজার টাকা।

সংস্থার ম্যানেজার সুখেন বিশ্বাস বলেন, ইসরো যে
উৎক্ষেপণ করেছে তা আমাদের দেশের গর্ব। যেভাবে চাঁদে মহাকাশ যান পাঠানো হয়েছে তা থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা এইবারে এই ভাবনাকে সামনে রেখে মন্ডপ করেছি। বিক্রমের খোঁজ পাওয়া না গেলেও আগামী দিনে যে আমরা সাফল্য অর্জন করতে পারব তা নিয়ে আমরা নিশ্চিত। দেশ ইসরোর পাশেই আছে। এই বার্তা দিচ্ছি আমরা।”

এই মন্ডপে দেখানো হচ্ছে এই অভিযান নিয়ে ইসরো যে ভিডিও ফুটেজ দিয়েছে সেটাও। সংস্থার পুজো বলে লোকজন বেশি আসত না। কিন্তু এই বছর ইসরোর চন্দ্র অভিযানকে থিম করে মন্ডপ করা হয়েছে এই খবর পাওয়ার পর লোকজন আসছেন এই পুজো দেখতে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here