বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে

আমাদের ভারত, সুন্দরবন, ১৩ ডিসেম্বর: সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পীরখালির জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর নাম বাদল বৈরাগী(৩৫)।

গোসাবার বালি ২ গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর গ্রাম থেকে দিন তিনেক আগে দুই সঙ্গীর সাথে বাদল গিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে। সেখানে আজ সকালে যখন তাঁরা পীরখালির জঙ্গলে কাঁকড়া ধরার জন্য নদীর চরে নেমেছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে। একটি বাঘ আচমকা জঙ্গল থেকে বেড়িয়ে লাফিয়ে পড়ে বাদলের উপর। তাঁকে ধরে মুহূর্তে জঙ্গলের মধ্যে ঢুকে পরে বাঘটি। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাদলকে জঙ্গলে টেনে নিয়ে চলে যায় বাঘ।

তাঁর সঙ্গীরা ফিরে এসে বিষয়টি বনদফতরকে জানালে, বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেননি বাদলকে। ঘটনার খবর এলাকায় এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন বাদলের পরিবার। ঠিক কিভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর। এঁদের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরার অনুমতি ছিল কিনা সে বিষয়টি ও খতিয়ে দেখছে বন দফতর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here