
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ২৭ জুলাই: রাজআমলে নির্মিত কোচবিহার পুলিশ হাসপাতালটি সংস্কার করে আজ নতুন রূপে উদ্বোধন করা হল। আজ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, জেলা শাসক পবন কাদিয়ান, জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার প্রমুখ।
এই হাসপাতালটিতে বহির্বিভাগের পাশাপাশি থাকছে, ১০টি শয্যা। এছাড়া এখানে যোগ চর্চাও হবে, সেজন্য থাকছে বিশেষ ব্যবস্থা, বলে জানিয়েছেন পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর। উদ্বোধনের পর এলাকায় বৃক্ষ রোপন কর্মসুচির আয়োজন করা হয়। এর পরে রাজ্যের দুই মন্ত্রী, জেলা শাসক, পুলিশ সুপার রাস্তায় বেড়িয়ে সাধারন মানুষকে মাস্ক পড়িয়ে সচেতন করেন।