লকডাউনে বন্ধ আদালত, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হল বিচার প্রক্রিয়া

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ এপ্রিল: ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হল বিচার প্রক্রিয়া। হাইকোর্ট ও জজ কোর্টে আগেই এই প্রক্রিয়া শুরু হলেও মহকুমা কোর্টে এই প্রথম ভিডিও কনফারেন্সের সাহায্যে বিচারপ্রক্রিয়া শুরু হল।

লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ কোর্ট। বন্ধ বিচার প্রক্রিয়া। ফলে সমস্যায় ছিলেন বিচারপ্রার্থীরা। সেই সমস্যা দূর করতে হাইকোর্টের নির্দেশে ভিডিও কনফারেন্সে সাহায্যে শুরু হয় বিচার প্রক্রিয়া। তমলুক মহকুমা আদালতে আজ প্রথম ভিডিও কনফারেন্সের সাহায্যে বিচার প্রক্রিয়া চালু হল। বিচারপতি, সরকারি আইনজীবী ও অভিযুক্তের পক্ষের আইনজীবীদের মধ্যে ভিডিও কনফারেন্স করে এই কেসের শুনানি প্রক্রিয়া চলে। বিচারক উপস্থিত ছিলেন তমলুক মহকুমা আদালতে। বিচারকের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকারি আইনজীবী শেখ সফিউল আলী খান ও বিচারপ্রার্থীর পক্ষের আইনজীবী সুব্রত মন্ডল। আইনজীবী দুজন যে যার নিজের নিজের জায়গায় ছিলেন। মোবাইলের বিশেষ অ্যাপসের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে তারা এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই পক্ষের আইনজীবী সওয়াল করেন। সব শুনে পরে ই-মেল করে বিচারক রায় দেন।

আইনজীবীরা জানান, এই প্রক্রিয়ার ফলে কিছুটা হলেও উপকৃত হবে বিচার প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *